

স্পোর্টস আপডেট ডেস্কঃ ভারতের বিপক্ষে ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে নিজেদের ইতিহাসে প্রথম গোলাপি বলের টেস্টে ইনিংস ও ৪৬ রানে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক এই হারের জন্য কোন কিছুকে অজুহাত হিসেবে সামনে আনছেন না। তার দল ভালো খেলতে পারেনি। ভারত ঠিক সেই কাজটায় করেছে বলে মনে করেন মুমিনুল।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘অজুহাত দেওয়ার কিছু নেই। আমি অজুহাত দিতেও চাই না। শুধু বলবো, দল হিসেবে আমরা ভালো খেলিনি। ক্রিজে বেশি সময় কাটাতে পারেনি। খুবই হতাশ হওয়ার মতো ব্যাটিং করেছি।’
তিনি বলেন, ‘এই সিরিজ থেকে আমরা অনেক কিছু শিখেছি। দলীয়ভাবে আমরা শেখর মধ্যে আছি। আশা করছি আগামী সিরিজে আমরা ভালো পারফরম্যান্স করবো। আমাদের এই দলের ভালো খেলার জন্য টেকনিকে উন্নতি দরকার। কৌশলগতভাবে অনেক কিছু শিখতে হবে।’
দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে ছাড়াই খেলেছেন মুমিনুলরা। পারিবারিক কারণে খেলতে পারেননি তামিম। সাকিব আছেন নিষেধাজ্ঞায়। অভিজ্ঞ এই দুই ক্রিকেটারকে মিস করেছেন মুমিনুল। তবে হারার কারণ হিসেবে তাদের না থাকাকে পুঁজি করতে চান না বলে জানান মুমিনুল। তার মতে, দল হিসেবে বাংলাদেশ ভালো খেলতে পারেনি।
মুমিনুল বলেন, ‘আমরা নতুন বলে ভালো শুরু করতে পারলে সুযোগ আমাদের সামনেও আসতো। কিন্তু আমরা নতুন বলে সুযোগ তৈরি করতে পারেনি। দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি। আমাদের এই দলের উন্নতির অনেক জায়গা আছে। আমরা টেস্ট ম্যাচ কম খেলি বলে আমাদের অভিজ্ঞতা কম। আসছে বছরে আমরা প্রায় দশটার মতো টেস্ট খেলবো। আশা করছি আমরা এখন আরও বেশি অভিজ্ঞ হবো।’