

স্পোর্টস আপডেট ডেস্কঃ আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এটা বিপিএলের সপ্তম আসর। এই আসরে ঢাকা প্লাটুনের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইতিমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি।
আজ (শনিবার) সকালে মিরপুরের একাডেমি মাঠে প্রায় ঘণ্টাদেড়েক ফুল রান আপে বোলিং করেছেন মাশরাফি। মাঠে ফিরতে এক ধাক্কায় প্রায় ১০ কেজি ওজন কমিয়েছেন এ দেশসেরা পেসার। মাশরাফির আগ্রহ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন তার একসময়কার সতীর্থ ও বর্তমানে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
মাশরাফিকে নিয়ে হাবিবুল বাশার সুমন বলেন, ‘মাশরাফির বোলিং সামর্থ্য শেষ হয়ে যায়নি। ফিটনেসটা বড় ইস্যু। কয়েকদিন ধরে দেখছি ফিটনেস নিয়ে কাজ করছে। ওজনটাও কমিয়ে ফেলেছে। আমি নিশ্চিত যে সে বিপিএলে ভালো খেলবে।’
তিনি আরও বলেন, ‘ক্রিকেট নিয়ে ওর আগ্রহ মরে যায়নি। সে এখনও ক্রিকেট খেলতে চায়। আর সে যখন খেলে নিজের সেরাটা দিয়ে খেলতে চায়। এটাই মাশরাফির সঙ্গে অন্য ক্রিকেটারদের পার্থক্য। যারা তাকে দলে নিয়েছে ভালো সিদ্ধান্তই নিয়েছে। আমার মনে হয় সে ভালো করবে। বাংলাদেশের জন্য এটা ভালো খবর কারণ বিপিএল শেষ হলে আরও সিরিজ আছে। সেখানে আমরা ফিট মাশরাফিকে পাবো।’
মাশরাফির ব্যাপারে ঢাকা প্লাটুনের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, ‘খেলার ব্যাপারে আশাবাদী, পুরোটা খেলবে বলেই তো মাশরাফিকে নেয়া হয়েছে। আমার কাছে মনে হয় সে পুরোটা খেলবে, এবং ভালোভাবে খেলবে। ভালো পারফরম্যান্সও করবে।’
তিনি আরও বলেন, ‘আসলে আমার চেয়ে মাশরাফি বেশি মোটিভেটেড। সে আজ থেকে অনুশীলন শুরু করেনি, অনেক দিন ধরেই পার্সোনালি ফিট হওয়ার জন্য কাজ করছে। কেউ হয়তো দেখেনি। শরীরের ওজন অনেক কমিয়েছে। আমার মনে হয় সে আমার চেয়ে কিংবা আমার টিমের চেয়ে ভালো করার জন্য বেশি মোটিভেটেড।’