
আন্তর্জাতিক ডেস্ক- বিভিন্ন ধর্মাবলম্বীদের ভেতরে মুসলিমরা দরিদ্রসীমার নিচে রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
তুরস্কের সাবেক রাজধানী ইস্তানবুলে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) দুদিনব্যাপী (৮-৯ ডিসেম্বার) বিনিয়োগ বিষয়ক সম্মেলনে রোববার তিনি এ কথা বলেন।
এরদোগান বলেন, ধনী মুসলিমরা ঠিকমতো জাকাত দিলে সমাজে আর কেউ দরিদ্র থাকত না। মুসলিম দেশগুলোর ২১ শতাংশ অর্থাৎ ৩৫ কোটি মুসলমান ভাই-বোন দরিদ্রসীমার নিচে বসবাস করছেন। ধনী মুসলিমরা গরিবদের চেয়ে ২০০ গুণ বেশি সম্পদশালী। তারা যদি শরিয়া মতো জাকাত দিত তা হলে মুসলিমদের কেউ গরিব থাকত না।
এ ব্যাপারে তিনি ওআইসিকে ধনী মুসলিম রাষ্ট্রগুলোর সহায়তায় একটি হতবিল গঠনের পরামর্শ দেন। একই সঙ্গে তিনি বিশ্বব্যাপী যেসব দুস্থ মুসলিম দারিদ্র্যের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন, তাদের সহায়তা করার জন্য মুসলিম দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।