
শেরপুর প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনক্ষণ গণনা উদ্বোধন ও গৃহীত নানা কর্মসূচী বাস্তবায়নে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে শেরপুরে।
৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টার কাম কম্পিউটার ল্যাবে আয়োজিত ওই প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। প্রেস কনফারেন্সে আগামী ১০ জানুয়ারি শুক্রবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনা উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসনের গৃহিত নানা কর্মসূচী ঘোষণা করা হয়।
প্রেস কনফারেন্সে প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, দু’বারের নির্বাচিত সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, হামিক বাবুলসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।