
সময়ের কণ্ঠস্বর, ঢাকা- সরস্বতী পূজার কারণে আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ভিপি উৎপল বিশ্বাস এবং জিএস কাজল দাসের নেতৃত্বে এই আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা।
এর আগে মঙ্গল ও বুধবার শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বুধবার নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি পালনকালে তারা শাহবাগে পুলিশি বাধার মুখোমুখি হন। পরে শাহবাগে সড়ক অবরোধ করেন তারা।
আজ দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ শিক্ষার্থী। শিক্ষার্থীদের প্রতিবাদী প্ল্যাকার্ডে লিখা ছিল- ‘পূজার দিন নির্বাচন মানি না, মানবো না’; ‘৩০ তারিখ নির্বাচন মানি না; আমারা সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’; ‘হিন্দু মুসলিম ভাই ভাই, পূজার দিনে নির্বাচন তাই!’
আন্দোলনে নেতৃত্বদানকারী জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল দাস বলেন, সরস্বতী পূজার দিনে নির্বাচন দিয়ে একধরনের বৈষম্য তৈরি করা হয়েছে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবে।