
মইনুল হোসেন প্লাবন, শেরপুর প্রতিনিধি: শেরপুরে বিসিএস উইমেন নেটওয়ার্কের উদ্যোগে অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টার কাম কম্পিউটার ল্যাবে আয়োজিত ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি, সিনিয়র সচিব সুরাইয়া বেগম এনডিসি।
এদিন দেড় শতাধিক অসহায়-দরিদ্র শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শেরপুরের জেলা প্রশাসক আনারকলি মাহবুবের সভাপতিত্বে কম্বল বিতরণকালে অতিরিক্ত সচিব মোঃ তৌফিকুল ইসলাম, শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দেসহ জেলায় কর্মরত বাংলাদেশ সিভিল সার্ভিসের নারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।