
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় জেবা খাতুন(০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দপুরে গাংনী-হাটবোয়ালিয়া সড়কে ইকুঁড়ি নামক স্থানে এ র্দুঘটনা ঘটে। মৃত্যু জেবা খাতুন ইকুড়ি গ্রামের জসিম উদ্দীনের মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার কিশোরপুর গ্রামের হক সাহেব নামের এক যুবক মোটরসাইকেলযোগে মেহেরপুর যাচ্ছিল, হঠাৎ জেবা রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। এসময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটি পড়ে যেয়ে মারাত্মক আহত হয়। চালক শিশুটিকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: বিডি দাস শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, মোটর সাইকেল চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।