
আন্তর্জাতিক ডেস্কঃ রামমন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠন করতে কেন্দ্রীয় সরকারকে তিন মাস সময় দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট।আজ বুধবার লোকসভায় সেই ট্রাস্ট গঠন করার ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
লোকসভায় মোদি বলেন, আমার সরকার সিদ্ধান্ত নিয়েছে, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি ট্রাস্ট গঠন করা হবে। ওই ট্রাস্ট রাম মন্দির নির্মাণ ও সেই সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে স্বাধীন ভাবে সিদ্ধান্ত নেবে।
প্রসঙ্গ, এর আগে বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করেছে ভারতের সুপ্রিম কোর্ট। সেই রায়ে বাবরি মসজিদের জায়গা রামমন্দিরকে দিয়ে দেওয়ার নির্দেশ রয়েছে এবং মসজিদের জন্য বিকল্প পাঁচ একর জমি দেওয়ার কথা বলা আছে।
এবার রামমন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠন করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।