
হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে অসদুপায় অবলম্বন করায় ৯ পরীক্ষার্থীকে বহিস্কার করা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) তৃতীয় দিন ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালিন সময় ওই পরীক্ষার্থীরা নকল করছিল।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ ও সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন পরীক্ষার্থীদের নকলসহ ধরা পড়ে। এ সময় তাদের বহিস্কার করা হয়।
বহিস্কৃতরা হলো সহ¯্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রুহুল শেখ, হাবিব ফকির, ফাতেমা খানম, রিমন মোল্যা, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে আশরাফুল, সুমন শেখ, কাজী মিনহাজুল ইসলাম ইমন, মমিন হোসেন ও কাদিরদি কেন্দ্রে মো. হানিফ শেখ।