
স্পোর্টস ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষে’ ‘বঙ্গবন্ধু প্রিমিয়ার টেনিস লিগ’ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ টেনিস ফেডারেশন।
এই আয়োজনে গ্রাফি, শারাপোভা এবং সানিয়া মির্জাকে রাখার পরিকল্পনা করছেন তারা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতা, বঙ্গবন্ধু জাতীয় টেনিস কার্নিভাল ও বঙ্গবন্ধু গোল্ডকাপ জাতীয় টেনিস প্রতিযোগিতা আয়োজনের তথ্য আগেই জানানো হলেও নতুন করে বৃহস্পতিবার এই পরিকল্পনার কথা জানায় সংস্থাটি।
টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম এবং ফেডারেশনের কোষাধ্যক্ষ সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম সংবাদমাধ্যমকে এসব তথ্য দেন। এমনটা হলে এটাই হবে দেশের প্রথম কোনো টেনিসের লিগ।
এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে জার্মানির সাবেক টেনিস তারকা স্টেফি গ্রাফ, রাশিয়ার মারিয়া শারাপোভা এবং ভারতের সানিয়া মির্জার নাম রয়েছে ফেডারেশনের পরিকল্পনায়।