
বিনোদন ডেস্কঃ দীর্ঘদিন ধরে অনন্ত জলিল ও বর্ষা জুটির বড় পর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন দর্শকরা। দুর্দান্ত সব অ্যাকশন ও থ্রিলারধর্মী হলিউড ধাঁচের সিনেমা ‘দিন- দ্য ডে’ সিনেমার ট্রেইলার প্রকাশের মধ্য দিয়ে দর্শকদের সেই প্রতীক্ষার অবসান হলো।
রবিবার রাতে নিজম্ব ইউটিউব চ্যানেলে ‘দিন-দ্য ডে’ সিনেমার ট্রেইলার প্রকাশ করেন অনন্ত জলিল। মাত্র ২ মিনিট ১১ সেকেন্ডের ট্রেইলারে সবাইকে চমকে দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় এ অভিনেতা।
সিনেমাটি ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত। ইরানের মুর্তুজা আতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।
ট্রেলারের সঙ্গে সংক্ষিপ্ত বর্ণনায় অনন্ত জলিল জানিয়েছেন, এখন ইরানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে বলে জানান এই জনপ্রিয় চিত্রনায়ক। মূলত আন্তর্জাতিক অঙ্গনের সিনেমার মতো একটা অনুভব আনতেই ‘দিন-দ্য ডে’ টিম অক্লান্ত পরিশ্রম করেছে বলে জানিয়েছেন তিনি। প্রায় দুই বছর ধরে তৈরি করা হয়েছে সিনেমাটি।
জানা গেছে, ‘দিন-দ্য ডে’র গল্পে দেখানো হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের ওপর অন্যায়ভাবে নির্যাতন, আদম পাচার, মাদকের উৎপাদন, আধিপত্য, চোরাচালানের গল্প।
সবকিছু ঠিক থাকলে সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়।
দেখুন ‘দিন – দ্য ডে’ ট্রেলার: