
স্পোর্টস আপডেট ডেস্কঃ বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ মহামারী আকারে ছড়িয়ে পড়ার কারণে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠেয় অলিম্পিক গেমস স্থগিত করা হয়েছে। ২০২১ সালের গ্রীষ্মকাল পর্যন্ত এই অলিম্পিক গেমস স্থগিত থাকবে।
টোকিও অলিম্পিক হওয়ার কথা ছিল এ বছরের ২৪ জুলাই। তবে মঙ্গলবার (২৪ মার্চ) জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি রাজি হয়েছে টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে দেওয়ার।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে জানান, তার সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে এই গেমস স্থগিত করার অনুরোধ জানানো হয়। জাপানের এ অনুরোধের সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করেন আন্তর্জাতিক কমিটির সভাপতি ব্যাচ।
দুজনে এক যৌথ বিবৃতিতে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান তথ্য অনুসারে টোকিও গেমসের সময়সূচী অবশ্যই পুনর্নির্ধারণ করতে হবে এবং তা হতে হবে 2020 সালের পরে ২০২১ সালের গ্রীষ্মকালে। অলিম্পিক গেমসে অংশ নেয়া অ্যাথলেট ও এর সঙ্গে জড়িত সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এক বছর স্থগিত হলেও অবশ্য টোকিও-২০২০ নামেই আগামী বছর অলিম্পিক আয়োজন করবে জাপান।
১২৪ বছরের গৌরবান্বিত ইতিহাসে বাইরের ঘটনাবলীর জন্য এ নিয়ে চতুর্থবারের মতো স্থগিত হলো অলিম্পিক গেমস।