

সৈয়দ সিফাত আল রহমান লিংকন, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ড্রেনের স্লাপ ও বাড়ির দেয়াল ভেঙ্গে মা ও দুই ছেলেসহ তিনজন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার ভোর ৫টায় নগরীর তাতী পাড়া বট তলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো, তোফাজ্জল হোসেনের স্ত্রী ফেরদৌসী (৩৫), ছেলে হাবিব ( ১২ ) ও মোহাম্মদ আলী (৯)।
এদের মধ্যে হাবিব (১২) নারায়ণগঞ্জ ১ শত শয্যা (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তবে আশংকাজনক অবস্থায় আইসিউতে রয়েছে নয় বছরের মোহাম্মদ আলী।
এ ঘটনায় তাদের মুখমন্ডলের চোখে বেশ আঘাত লেগেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
জানা গেছে, ভোররাতে হঠাৎ করেই একটি বিস্ফোরণের শব্দ পায় স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে ড্রেনের স্লাপ ও একটি বাড়ির দেয়াল ভেঙ্গে পড়ে থাকা আহতদেরকে নারায়ণগঞ্জ ১ শত শয্যা (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে চিকিৎসকের পরার্মশ অনুযায়ী গুরুতর আহত অবস্থায় তাদের মধ্যে দুইজনকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এলাকবাসী কয়েকজন ধারণা করে জানায়, গ্যাসের লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে।