

সাইফুল ইসলাম মুকুল, রংপুর প্রতিনিধি- রংপুরে সড়ক, হাট-বাজারে জনসমাগম কমাতে কঠোর হচ্ছে প্রশাসন। করোনা মোকাবেলায় জনসচেতনতার পাশাপাশি অপ্রয়োজনে সড়কে ঘোরাফেরা করা মানুষদের ধাওয়া দেয়াসহ শাস্তি দেয়া হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মৃধার নেতৃত্বে র্যাব-১৩ এর একটি দল নগরীর জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্ত্বর, সিটি বাজার এলাকায় টহল কার্যক্রম চালায়। জাহাজ কোম্পানী মোড়ে অটোরিক্সায় গাদাগাদি করে যাত্রী পরিবহন করায় এক অটো চালককে কান ধরে উঠ-বস করিয়ে শাস্তি দেয়া হয়।
এছাড়া সড়কের পাশে ভ্রাম্যমান ফলসহ বিভিন্ন দ্রব্যের দোকান তুলে দেয়া হয়। অতিরিক্ত যাত্রী পরিবহন করা, অপ্রয়োজনে সড়কে চলাফেরা করা মানুষদের ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মৃধা।
এর আগে সিটি বাজারে সেনাবাহিনী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালায়। এ সময় ব্যবসায়ীদের মাঝে মাস্কও বিতরন করে তারা।