
সময়ের কণ্ঠস্বর ডেস্ক- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
পিসিআর পরীক্ষার মাধ্যমে তার শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। তবে তাকে কোথায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, সে তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজ মঙ্গলবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সি।
সাইফ উল্লাহ মুন্সি বলেন, ‘হাসপাতালের একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমি একটু আগে বিষয়টি শুনেছি। পরীক্ষা নিরীক্ষা করে এই বিষয়ে নিশ্চিত হওয়া গেছে বলে আমি শুনেছি।’