
শামছুজ্জামান বাবুল, নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল পৌর সদরে ট্রাকচাপায় দুই ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (০১ এপ্রিল) সকাল ৬ টার দিকে ব্র্যাক অফিসের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শেরপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামের মো. আমজাদ আলীর পুত্র সিরাজুল ইসলাম (৫৫) ও পৌর সদরের কাকচর মহল্লার মৃত ওয়াহেদ আলীর পুত্র আব্দুর রশিদ (৭০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, পান চাষী সিরাজুল ইসলাম সাইকেল যোগে নান্দাইল সকালের বাজারে যাওয়ার সময় ও আব্দুর রাশিদ ফজরের নামাজ পড়ার পর ফসলি জমি দেখে বাড়ি ফিরার পথে (ঢাকা মেট্রো- ট ০২-০৬৭৯ মালবোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা নিহত হয়।
পরে স্থানীয়রা দাওয়া করলে ট্রাকটি ফেলে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
নান্দাইল হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম তৌফিক জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।