
এইচ এম মিলন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি- পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে রাতের আঁধারে একই সঙ্গে ৫টি বসতঘরে হামলা চালিয়ে লুট-পাটের ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ। এতে ৩ জন নারী আহত হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ বুধবার সকাল থেকে এ ঘটনায় ওই এলাকায় পুনরায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার আলীনগর এলাকার কালীনগর গ্রামের অহিদ সরদারের সঙ্গে একই এলাকার আবুল সরদারের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। এর জের ধরে হঠাৎ করে আবুল সরদারের নেতৃত্বে লিটন ও সাইফুলসহ বেশ কয়েকজন মিলে দল বেঁধে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে অহিদ সরদার, ইতালী প্রবাশি সাইদুল সরদার, কালাম সরদার, মান্নান সরদার ও আসাদ সরদারের বসতঘর কুপিয়ে-পিটিয়ে ভাংচুর করে।
এসময় অহিদ সরদারের ঘর থেকে দুই লাখ টাকা, সাইদুলের ঘর থেকে ৬৫ হাজার টাকা ও মান্নানের ঘর থেকে একটি ল্যাপটপ লুট করে নিয়ে যাওয়া হয়। হামলাকারীদের বাঁধা দিলে আহত হন রহিমা আক্তার (২৮), ফাহিমা বেগম (৪০) ও আফছানা আক্তার (১৮)।
আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ লুটপাটের ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কালকিনি থানায় একটি মামলার প্রস্ততি চলছে।
ভুক্তভোগী অহিদ সরদার সাংবাদিকদের কাছে বলেন, রাতের আধাঁরে আবুল সরদার ও তার লোকজন মিলে আমাদের বসতঘরের দরজা জানালা ভাংচুর করেছে ও লুটপাট চালিয়েছে। আমি আবুল সরদারের দৃষ্টান্তমুলক বিচার চাই।
তবে এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত আবুল সরদারকে এলাকায় পাওয়া যায়নি।
আলীনগর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন বলেন, হামলার ঘটনায় উভয় পক্ষকে আপোষ মিমাংশা হওয়ার জন্য বলেছি।
এ ব্যাপারে কালকিনি থানার এসআই মোঃ আজিজুল বলেন, হামলা ও লুটপাটের অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শ করেছি। তবে বিষয়ঠি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।