
মো: আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি- করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরুত্ব বজায় রাখতে দিনাজপুরের হিলিতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা।
আজ শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় তারা অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালীন সময়ে অযথা ঘোরাফেরা করার অপরাধে ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট আব্দুর রাফেউল আলম জানান, ভ্রাম্যমাণ আদালতের চলমান এই অভিযান অব্যাহত থাকবে। করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় সকলকে সরকারী বিধি-নিষেধ মেনে চলার এবং সকলকে সচেতন হয়ে সামাজিক দূরুত্ব বজায় রাখার আহ্বান জানান।
এছাড়াও প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না যাওয়ার আহ্বান জানান।