
এইচ এম মিলন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি- মাদারীপুরের কালকিনিতে মাকে মারধর করার অপরাধে ছেলে মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
সে উপজেলার সাহেবরামপুর এলাকার পশ্চিম সাহেবরামপুর গ্রামের কাজী আলমগীর হোসেনের ছেলে।
আজ শুক্রবার দুপুরে থানা পুলিশ সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, মোঃ নজরুল ইসলাম মাতাল হয়ে তার মা হেলেনা বেগম ও তার বোনকে বেদম মারধর করে এবং বসতবাড়ি ভাঙচুর চালায়। এতে নিরুপায় হয়ে বৃহস্পতিবার বিকালে হেলেনা বেগম বাদি হয়ে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ নজরুল ইসলামকে গ্রেফতার করে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, নজরুল তার মা ও বোনকে মারধর করায় থানায় মামলা হলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।