

সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের পৌর এলাকার লিছামুনি (২০) নামের এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (০৩ এপ্রিল) রাতে পৌর এলাকার জানপুর ব্যাংকপাড়া ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সে সদর উপজেলার ছোনগাছা গ্রামের আব্দুল বারিকের মেয়ে।
নিহতের মামা জাহিদুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে লিছা তার রুমে ঘুমাতে যায়। কিন্তু সকালে তাকে ডাকাডাকি করলে দরজা না খুললে সন্দেহ হয় তার পরিবারে। পরে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকলে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার এস আই শামিম আহমদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় সিরাজগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।