

সময়ের কণ্ঠস্বর ডেস্কঃ করোনাভাইরাসে বাংলাদেশে ২০ থেকে ৫০ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করে কিছু গণমাধ্যমে যে খবর এসেছে তাকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (০৪ এপ্রিল) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছে করোনা ভাইরাসে বাংলাদেশে প্রায় ২০ লাখ লোকের মৃত্যু হতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, একজন হাইপোথিসিস করে এমন কথা বলেছেন। এটা খুবই দুঃখজনক।
মন্ত্রী বলেন, এক সময় বিবিসি বন্যার পরিস্থিতিতে অনুমান নির্ভর খবর দিয়ে বলেছিল, ওই বন্যায় বাংলাদেশে ৩০ লাখ মানুষ মারা যাওয়ার আশঙ্কা আছে। পরে দেখা গেছে ওই বন্যায় মারা গিয়েছিলেন ১৩৯ জন। অতএব সব সময় বিদেশি নামকরা গণমাধ্যমও সঠিক খবর দেয় না। এবারও করোনায় বাংলাদেশে ২০ থেকে ৫০ লাখ মানুষ মারা যাবে বলে যে খবর দেওয়া হচ্ছে তা অতিমাত্রায় অতিরঞ্জিত এবং ভিত্তিহীন।
তিনি বলেন, ইমরেপিয়াল কলেজ গত কয়েকদিনে অনেক ধরনের খবর তথ্য, পর্যালোচনা দিয়েছে। কিন্তু এই একটা অনুমান নির্ভর তথ্য নিয়েই কোন কোন মাধ্যম বেশি আগ্রহ দেখাচ্ছে, এর পেছনে অন্য কোন উদ্দেশ্য থাকতে পারে।
তিনি আরও বলেন, করোনা ভাইরাসে বাংলাদেশে যে জনসংখ্যা, সে তুলনায় আক্রান্ত ও মৃত্যু অনেক কম। আমাদের আবহাওয়ার কারণে এটা হতে পারে। আমরা এই ভাইরাস প্রতিরোধে নানা ব্যবস্থাও নিয়েছি। আপনারা দোয়া করেন, এটা যেন পুরোপুরি নির্মূল হয়ে যায়।