

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের তাণ্ডবে বাড়ছে মৃত্যুর মিছিল। এ ভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এর মধ্যে ভারতে করোনা মোকাবিলায় চলছে লকডাউন। এর ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সাধারণ খেঁটে খাওয়া মানুষ।
এমন পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ নামের একটি এনজিও’র মাধ্যমে দৈনিক ১০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। শনিবার (০৪ এপ্রিল) ইসকনের কলকাতা শাখায় হাজির হয়ে তাদেরকে এই সহায়তার প্রস্তাব দেন গাঙ্গুলী।
ইসকনের কলকাতা শাখার মুখপাত্র ও ভাইস-প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন, ‘ইসকনের কলকাতা শাখা থেকে আমরা প্রতিদিন ১০ হাজার মানুষের খাবার ব্যবস্থা করি। আমাদের প্রিয় সৌরভ দা আমাদের সহায়তায় এগিয়ে এসেছেন এবং অনুদান দিয়েছেন, যা দিয়ে আমরা দ্বিগুণ অর্থাৎ ২০ হাজার মানুষের খাবার ব্যবস্থা করতে পারব।’ইসকন সারা ভারতে প্রতিদিন প্রায় ৪ লাখ মানুষের খাবারের ব্যবস্থা করছে।
এর আগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের বেলুড় অঞ্চলে অবস্থিত রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার বেলুড় মঠে ২০ হাজার কেজি চাল অনুদান দিয়েছেন গাঙ্গুলী। এছাড়া দুস্থদের জন্য ৫০ লাখ টাকার চাল বিতরণের ঘোষণাও দিয়েছেন তিনি।
সুত্র- eisamay