

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সোহেল রানা নামে এক মোটরসাইলকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (৫ এপ্রিল) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব চরবাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) আয়ুবুর রহমান সময়ের কন্ঠস্বরকে জানান, আজ সকালের দিকে মহাসড়কের চরবাবলা এলাকায় মোটরসাইকেলসহ সোহেল রানাকে মৃত অবস্থায় পরে থাকতে দেখে এলাকাবাসী খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ।
সোহেল রানা কিভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন তা জানা যায়নি। তার সঙ্গে থাকা এনআইডি কার্ড ও ব্র্যাক সংগঠনের কার্ডের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।