

শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের নান্দাইলে শশা ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারি ফিরাতে গিয়ে আবুল বাশার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৮জন।
সোমবার দুপুর ২টার দিকে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিসাভার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল বাশার ভাটিসাভার গ্রামের মৃত আছিম উদ্দিনের পুত্র।
ইউপি সদস্য আতিক হাসান বাবুল জানান, রবিবার শাহাব উদ্দিনের শশা ক্ষেতে সিরাজুল ইসলামের ছাগল গেলে কথার কাটাকাটি হয়। এ নিয়ে সোমবার দুপুরে দু’পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে মারামারি লাগে। নিহত আবুল বাশার মসজিদে যহুরের নামাজ পড়ে বাড়ি ফিরার সময় লাঠিসোটা দেখে ফিরাতে গিয়ে মাথায় লাঠির আঘাতে গুরত্বর আহত হয়। পরে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দু’পক্ষের মধ্যে অন্তত ৮ জন আহত হয়। পরে নান্দাইল থানা পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করে। আহতদের মধ্যে শাহাব উদ্দিন (৫৫), সুমন (৪৫), সজন (২৫), রুহুল আমিন (৫৫) ও সিরাজুল ইসলাম (৬০) কে নান্দাইল উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।