
বরিশাল প্রতিনিধিঃ ১৫ ঘন্টার ব্যবধানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে আরো এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত্যুবরন করেন খলিলুর রহমান বিশ্বাস (৭২) নামক এক বৃদ্ধ। তিনি বরগুনার বেতাগী উপজেলার ফুলতলী গ্রামের বাসিন্দা।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, গত ৫দিন ধরে ওই বৃদ্ধ জ্বর, সর্দি-কশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাকে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। শুক্রবার সকাল থেকে তার অবস্থার অবনতি ঘটতে থাকে। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি মৃত্যুবরন করেন। ওই রোগী করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা নিশ্চিত হতে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালের করোনা ইউনিটে মাকসুদা বেগম (৪২) নামক এক নারীর মৃত্যু হয়। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচবুনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তারও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।