
জে.জাহেদ, চট্টগ্রাম প্রতিনধি: চট্টগ্রামে আজ ৯১টি নমুনা পরীক্ষায় আরও দুজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। জেলায় রোগীর সংখ্যা বেড়ে এখন ৩৪ জন।
শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) পরীক্ষায় আরও দুজনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।
রাত ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি। তাদের মধ্যে একজন চট্টগ্রামের। তিনি চট্টগ্রাম নগরের বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে এক শিশু, দুই বৃদ্ধ ও দুই নারীসহ মোট পাঁচজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া আইশোলসনে এখন পর্যন্ত মারা গেছেন চারজন। মৃত্যুর পর তাদের তিনজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় করোনা নেগেটিভ পাওয়া যায়। একজনের ফলাফল জানা যায়নি। বর্তমানে চট্টগ্রামে আইশোলেসনে আছেন ৩৮ জন।