
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে করোনা উপর্সগ নিয়ে ভর্তি থাকা রেহেনা খাতুন(৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার শরীফ হোসেনের স্ত্রী। শনিবার দুপুরের দিকে তার মৃত্যু হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোঃ সাইফুর রহমান গণমাধ্যমকে জানান, গতকাল শুক্রবার শ্বাস-কষ্ট ও জ্বর নিয়ে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার শরীফ হোসেনের স্ত্রী রেহেনা বেগম ভর্তি হন। তিনি করোনা আইসোলশন ওয়ার্ডে ভর্তি ছিলেন।
তিনি আরও বলেন, শনিবার তার করোনা নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়। এখনো তার রির্পোট আসেনি। রির্পোট পেলে বুঝতে পারবো তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না। আমরা নিশ্চিত হওয়ার জন্য তার লাশ রেখে দিয়েছি।