
ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি: প্রাণঘাতি করোনায় বিপর্যস্ত ইতালিতে করোনায় মৃতের সংখ্যা কমতে শুরু করেছে সাথে সংক্রমণের হারও। গত ২৪ ঘন্টায় ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে বিগত ৪১ দিনের মধ্যে রোববার (২৬ এপ্রিল) সর্বনিম্ন সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য দেওয়া মতে, রোববার দেশটিতে ২৬০ জনের মৃত্যু হয়েছে যা গত ১৭ মার্চের পর থেকে একদিনে সর্বনিম্ন মৃত্যু।
এদিন ইতালিতে আরো দুই হাজার ৩২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৭ হাজার ৬৭৫ জনে পৌঁছেছে। এছাড়া আরও ২৬০ জনের মৃত্যু হওয়ায় দেশটিতে মৃতের সংখ্যা ২৬ হাজার ৬৪৪ জনে পৌঁছালো।
রবিবার (২৬ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, ইতালিতে করোনা মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এখন করোনা সংক্রমণ ও মৃতের হার কমে সুস্থতার সংখ্যা বাড়ছে।
বোরেল্লি বলেন, রবিবার ১ হাজার ৮০৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখন পর্যন্ত ৬৪ হাজার ৯২৮ জন করোনা রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে করোনা সংক্রমণ রোধে দেশটিতে লকডাউনের সময় ৩ মে পর্যন্ত বলবৎ থাকবে। তাই ধারণা করা হচ্ছে, করোনা যুদ্ধে ইতালির জয় হতে চলেছে।
এদিকে ইতালির বিভিন্ন এলাকায় খুলতে শুরু করেছে দোকানপাট। বই, স্টেশনারি, বাচ্চাদের জামা কাপড়ের দোকান খুলছে। এছাড়া কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। তবে ইতালির অন্যতম আক্রান্ত এরিয়া লমবার্ডিতে বন্ধ আছে দোকানপাট।