
কৃষ্ণ কর্মকার, বাউফল প্রতিনিধি- পটুয়াখালীর বাউফল উপজেলায় নুর হোসেন (৫৮) নামের এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সুত্রে জান গেছে, মঙ্গলবার দুপুরে আকাশে মেঘ দেখা দিলে কৃষক নুর হোসেন বাড়ির পাশের জমিতে বেঁধে রাখা গরু আনার জন্য ঘর থেকে বের হন। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে বজ্রপাতের তাপে কৃষক হোসেনের সম্পূর্ণ শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ সময় সঙ্গে থাকা গরুটিও মারা যায়।