
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত একজন ৬৩ বছর বয়সি মহিলা শনাক্ত হওয়ায় আশপাশের ২০ বাড়ি লকডাউন করা হয়েছে। লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো. নোমান হোসেন।
করোনা অাক্রান্ত রোগীর বাড়ি উপজেলার ইছানগর এলাকায়। সঙ্গত কারণে বিধি নিষেধ থাকায় রোগীর নাম ঠিকানা প্রকাশ করা হলো না। জানা যায়, আক্রান্ত রোগী মূলত দীর্ঘদিন ক্যান্সারে রোগে ভুগেছিলেন। কিছুদিন আগে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে পরীক্ষায় করোনা সনাক্ত হয়। তিনিই প্রথম কর্ণফুলী উপজেলায় করোনা আক্রান্ত রোগী।
এছাড়াও সিভিল সার্জনের বরাত দিয়ে ইউএনও মো. নোমান হোসেন জানান, পুলিশের সহযোগিতায় করোনায় আক্রান্ত রোগীকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি আক্রান্ত রোগীর বাসস্থানসহ এলাকার ৬৫টি পরিবার, ২০টি বাড়ী, ১টি ডকইয়ার্ড ও ১টি রিক্সা গ্যারাজ লকডাউন করা হয়েছে।
তিনি সকলকে সরকারের আইন মেনে অযথা এদিক-সেদিক ঘোরাফেরা না করে ঘরে থাকার অনুরোধ জানান।