
আন্তর্জাতিক ডেস্কঃ যেন কিছুতেই চীনের পিছু ছাড়ছে না প্রাণঘাতী করোনা । আবারো করোনার প্রকোপ দেখা যাচ্ছে চীনের বিভিন্ন এলাকায়।
চীনে আবারও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে বুধবার (২৯ এপ্রিল) নতুন করে কোনো মৃত্যু রেকর্ড করা হয়নি দেশটিতে।
৪ জনের সবাই বহিরাগত। এরই মধ্যে অন্য দেশ থেকে আসা করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৪ জনে। এতে করে চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৮৬২ জন।
গেল বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা। সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ২ লাখ ২৮ হাজার ২৩৯ জন মানুষ। আর করোনা আক্রান্ত হয়েছে ৩২ লাখ ২০ হাজার ৮৪৭ জন।