
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭৪ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৫ হাজার ৭৫৯ জনে। মারা গেছে ৩৪৬ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ হাজার ৫২ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ হাজার ৩৬১ জন। এদের মধ্যে ১১১ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৭৪ হাজার ১৬০টি নমুনা পরীক্ষায় এ ফল মিলেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, দেশটির পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। পাঞ্জাবে ৬ হাজার ৬১ জন, সিন্ধুতে ৫ হাজার ৬৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া খাইবরে-পাখতুনওয়াতে ২ হাজার ৩১৩ জন, বেলুচিস্তানে ৯৭৮ জন, বালতিস্তানে ৩৩৩ জন, ইসলামাবাদে ৩১৩ জন আক্রান্ত হয়েছেন। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে এ পর্যন্ত ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনা সংক্রমণ ঠেকাতে বর্তমানে দেশটিতে লকডাউন চলছে। গত সপ্তাহে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ৯ মে পর্যন্ত লকডাউন চলবে বলে জানানো হয়েছে।
এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩২ লাখ ২১ হাজার ২৯ জন। করোনায় প্রাণ হারিয়েছে ২ লাখ ২৮ হাজার ২৫২ জন। অপরদিকে, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৫ হাজার ৭৯ জন।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরেই রয়েছে, স্পেন, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, তুরস্ক, রাশিয়া, ইরান এবং চীন।