
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে বৃহস্পতিবার খবর দিয়েছে বিবিসি, সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক ভিডিও কনফারেন্সে মিশুস্তিন নিজেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে করোনা পজেটিভের বিষয়টি জানিয়েছেন। মিশুস্তিনের অসুস্থ হওয়া কারণে দেশটিতে উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভকে প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে।
মিশুস্তিন তার প্রেসিডেন্টকে বলেছেন, এই সঙ্কটকালে অসুস্থতার মধ্যেও তিনি যতদূর সম্ভব নীতি-নির্ধারণী বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী মিশুস্তিনের প্রত্যক্ষ সংস্পর্শে আসা পিএমও দফতরের স্টাফ-সহ বাকিদের কোভিড-১৯ টেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জানুয়ারিতে ৫৪ বছর বয়সী মিশুস্তিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
উল্লেখ্য বিশ্বব্যাপী করোনাভাইরাস হানা দিলে রাশিয়ায় সংক্রমণ কিছুটা কম মনে হলেও ৩০ এপ্রিল বিকেল পর্যন্ত রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছে ১ হাজার ৭৩ জন।