
সাইফুল ইসলাম মুকুল, রংপুর প্রতিনিধি- রংপুর নগরীর ধান গবেষনা ইন্সটিটিউটের কাছে শেখ পাড়া এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে এন্তাজ আলী (৬০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্বজনদের অভিযোগ বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে যাওয়ার পর আর কোন সন্ধান মেলেনি। সকালে তার লাশ বাড়ির অদুরে একটি ভুট্টা ক্ষেতে ফেলে রেখে গেছে দুবৃর্ত্তরা।
তাজহাট থানার ওসি রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেছেন নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহতের মোবাইল ফোনটি উদ্ধার করা যায়নি। তবে কার সাথে কথা বলার পর বাসা থেকে বের হয়েছে সেই মোবাইল ফোনটি ট্রাকিং করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত এন্তাজ আলীর বাড়ি শেখ পাড়া গ্রামে তার ২ ছেলে ও এক মেয়ে রয়েছে।