
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম কর্ণফুলী বড়উঠান ইউনিয়নের শাহমীরপূর গ্রামের এক বর্গা চাষীর ২০ শতক জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিল উপজেলা ছাত্রলীগ।
কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ সাজিদের নির্দেশনায় উপজেলা ছাত্রলীগ নেতা আনোয়ার আমিন রাসেল এর নেতৃত্বে ১২-১৫ সদস্যের একটি দল ধান কাটায় অংশ নেন।
এই ব্যাপারে উপজেলা ছাত্রলীগ নেতা আনোয়ার আমিন রাসেল জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দারিদ্র ও ক্ষুধা দূরীকরণে দেশের এই সংকটময় করোনা পরিস্থিতিতে ছাত্রলীগ কর্মীরা কেন্দ্রীয় ছাত্রলীগের দিকনির্দেশনায় কাজ করে যাচ্ছেন । এরই ধারাবাহিকতায় কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ সাজিদের দিক নির্দেশনায় আমরা মাঠে নেমেছি।
এই সময় আরোও উপস্থিত ছিলো বড়উঠান ইউনিয়ন ছাত্রলীগ নেতা এম .হালিম, মুরাদ হাসান, ফরহাদ, সিফাত, আজম, অমল, সাইফুল, ফয়সালসহ আরো অনেকে।