
আন্তর্জাতিক ডেস্কঃপ্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপ কমে যাওয়া লকডাউন শিথিল করেছে অস্ট্রিয়ায়। শুক্রবার (০১ মে) থেকে অস্ট্রিয়ায় জনসাধারণকে ঘর থেকে বের হতে স্বাধীনতা দিয়েছে সরকার।
তবে এক্ষেত্রে বেশ কিছু নিয়মও বেধে দেয়া হয়েছে। নিয়মগুলো দেশি-বিদেশি প্রত্যেক নাগরিককে যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে নিয়মের একটি তালিকা দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রত্যেক ব্যক্তিকে কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে।
গণপরিবহন এবং ব্যবসায় প্রতিষ্ঠানে মাস্ক পরিধান বাধ্যতামূলক। যেকোনো অনুষ্ঠানে এক সঙ্গে ১০ জনের বেশি মানুষ থাকতে পারবে না। শেষকৃত্য অনুষ্ঠানে সর্বোচ্চ ৩০ জন উপস্থিত থাকতে পারবেন।
গত চার মাসে দেশটিতে আক্রান্ত হন ১৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯০৭ জন। মারা গেছেন মাত্র ৫৮৪ জন। ২ হাজার ৫৪৩ জন এখনো অসুস্থ, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
অস্ট্রিয়ায় করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই দেশটি লকডাউন করে সরকার। বিশেষ করে রাজধানী ভিয়েনাতে বেশ জোরেশোরেই লকডাউন শুরু হয়।