
অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার- করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সাধারণ ছুটি থাকলেও গার্মেন্টস খোলা থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েই চলছে।
গণপরিবহন বন্ধ থাকায় করোনার আতঙ্ক ছাপিয়ে যাত্রীরা ট্রাক, লেগুনা, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলে দ্বিগুণ ভাড়ায় গন্তব্যে যাচ্ছে। অনেকই আবার অর্থাভাবে সেহেরি খেয়ে পায়ে হেঁটেই রওনা দিয়েছেন।
মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়, এলেঙ্গা, টাঙ্গাইল রাবনা বাইপাস ও মির্জাপুরে মানুষের জটলা লেগেই আছে। যাত্রীদের অধিকাংশই গার্মেন্টস কর্মী। নিরুপায় হয়ে পেটের দায়ে বের হতে হয়েছে বলে জানিয়েছে তারা।
এ বিষয়ে টাঙ্গাইল এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন সময়ের কন্ঠস্বর’কে জানান, গণপরিবহন বন্ধ থাকায় বাধ্য হয়েই লোকজন ট্রাক, লেগুনা, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, সিএনজি ও পায়ে হেঁটেই ঢাকার দিকে যাচ্ছে। পুলিশের চেকপোস্ট দেখে পায়ে হেঁটে কিছু দূর এগিয়ে যেকোনো যানবাহন দেখলেই তার ওপর চড়ে বসছে বলেও জানান তিনি।