
বিনোদন ডেস্কঃ ভারতে চলমান লকডাউনে চরম আর্থিক সংকটে পড়েছেন অসংখ্য মানুষ। তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন বলিউড তারকারা। সেই তালিকায় সালমান খানও আছেন।
তবে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে এবার সমালোচনার মুখে পড়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি তার শেয়ার করা একটি ভিডিওকে ঘিরেই শুরু হয়েছে সমালোচনা।
ভিডিওতে দেখা যাচ্ছে, পানভেলের ফার্মহাউসে পরিবারের সকলকে নিয়ে দুস্থদের জন্য ত্রাণের ব্যবস্থা করছেন সালমান। সকলে মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে স্টোর রুম থেকে খাবার সামগ্রী একটি গাড়িতে তুলছেন। রয়েছেন কয়েক জন বাইরের লোকও।
কিন্তু সমস্যা হল সেখানে কাউকেই গ্লাভস বা মাস্ক পরে থাকতে দেখা যায়নি। এমনকি নিয়ম মেনে দূরত্ব বজায় রাখতেও দেখা যায়নি কাউকে।
কিছুদিন আগে সালমান একটি ভিডিওর মাধ্যমে সকলকে করোনায় নিয়মাবলী মানার জন্য অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সেই নিয়মাবলী নিজে না মানায় স্বাভাবিক ভাবেই নেটিজেনরা সমালোচনা শুরু করেছেন।