
মোঃ নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টাফের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৩ জন করোনা আক্রান্ত হলেন। রাত সাড়ে ৯ টার দিকে বিষয়টি নিশ্চত করেছে ঝালকাঠির সিভিল সার্জন।
অপদিকে ঝালকাঠি শহরে নতুন করে আরো একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে দুপুরে জানান সিভিল সার্জন। আক্রান্ত এই ব্যক্তি সম্প্রতি ভারত থেকে ঝালকাঠিতে এসেছেন। তিনি পৌর এলাকার কালিবাড়ী সড়কের বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট ১৩ জন আক্রান্ত হলেন।
মঙ্গলবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার। তিনি জানান, আজ আইইডিসিআর থেকে রিপোর্টে এই দুই ব্যাক্তির করোনা পজেটিভ রিপোর্ট আসে। আপাতত দুজনই সুস্থ থাকায় তারা নিজ বাড়িতে আইসোলেসনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এই ব্যক্তির আশে পাশের বাড়িগুলো লকডাউন করা হবে।
এদিকে ঝালকাঠি শহরের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ এলাকায় আরও একজন ব্যক্তির দেহে করোনা শনাক্ত হওয়ায় শহরে আতংক সৃষ্টি হয়েছে।
এ নিয়ে জেলার সদর উপজেলায় ৯ জন রাজাপুর উপজেলা ২ জন ও নলছিটি উপজেলায় ২জন মোট আক্রান্তের সংখ্যা ১৩ জন।