
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে নতুন করে আরও ১১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে তিনজন মারা গেছেন। বুধবার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, সোমবার বিআইটিআইডিতে ১৯০ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফলাফল পজেটিভ আসে ১২ জনের। এর মধ্যে ১১ জন চট্টগ্রামের, একজন অন্য জেলার। চট্টগ্রামে নতুন আক্রান্তদের মধ্যে তিনজন মারা গেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন সাতকানিয়ার ১ জন, সীতাকুণ্ডের ১ জন, ফকিরহাট (ফৌজদারহাট) ১ জন, চান্দগাঁও এলাকার ১ জন (মৃত), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (ঝালকাঠির ঠিকানায়) একজন (মৃত), বাকলিয়ার রাহাত্তারপুলের একজন (মৃত), দামপাড়ার ২ জন, সাগরিকার ১ জন, পাঁচলাইশের নাসিরাবাদের ১ জন, বহদ্দারহাটের ১ জন।