
স্টাফ রিপোর্টার, শরীয়তপুর: শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় নতুন আরো ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (০৮ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন শরীয়তপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আব্দুল রশিদ।
আক্রান্ত ব্যাক্তিরা হলেন, শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুরে ১, বিনোদপুরে ১ ও নড়িয়া উপজেলার ভুমখারায় ১, ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নে ১জন।
শরীয়তপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আব্দুল রশিদ জানান, নতুন করে আক্রান্ত হওয়া সবাই ঢাকা থেকে এসেছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট ৫২ জনে দাড়িয়েছে। এছাড়া সুস্থ্য হয়েছেন ১ জন আর মারা গেছে ২জন।