
আন্তর্জাতিক ডেস্ক- গত কয়েকদিন ধরেই একটি খবর বিভিন্ন মহলে চাউর হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডান হাত হিসাবে পরিচিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি অসুস্থ, এমনই খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরাও। শাহ নিজে এ ব্যাপারে কিছু স্পষ্ট না করায় জল্পনা বাড়তেই থাকে।
অবশেষে শনিবার মৌনতা ভাঙলেন অমিত শাহ নিজেই। টুইটে জানালেন, তিনি ভালো আছেন। দলের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের তাঁর শরীর নিয়ে উদ্বিগ্ন হওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
টুইটে অমিত শাহ জানিয়েছেন, তিনি অসুস্থ বলে বিভিন্ন মহলে গুজব ছড়িয়েছে। তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি লিখেছেন, ‘আমি সম্পূর্ণ সুস্থ আছি। এমনকী কোনও রোগেই ভুগছি না আমি।’
একদিকে নিজের সুস্থতার কথা জানানোর পাশাপাশি গুজব ছড়ানোর পিছনে যাঁরা আছেন তাঁদেরও টুইটে বিঁধেছেন অমিত শাহ। এপ্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় আমার স্বাস্থ্য নিয়ে মনগড়া কথা ছড়ানো হয়েছে। অনেকে তো আমার মৃত্যু কামনা করেও বার্তা দিয়েছেন।’
গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি নেতা-কর্মী ও তাঁর শুভানুধ্যায়ীরা অমিত শাহের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। শনিবার টুইটে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি লিখেছেন, ‘যাঁরা আমার খোঁজ নিয়েছেন তচাঁদের ধন্যবাদ, যাঁরা গুজব ছড়িয়েছেন তাঁদের প্রতিও কোনও বিদ্বেষ নেই।’