
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি- স্বাস্থ্যবিধি না মানায় পঞ্চগড়ে দোকানপাট আবারো বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসন। এর আগে ঈদ উপলক্ষে সরকারের ঘোষণার পর ব্যবসায়ীরা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলায় সব ধরনের দোকানপাট খোলা রাখেন।
কিন্তু স্বাস্থ্যবিধি না মানা ও বিভিন্ন উপজেলা থেকে সাধারণ মানুষ জেলা শহরে এসে কেনাকাটা করতে আসায় চাপ বাড়ে দোকানগুলোতে। বিশেষ করে কাপড়, কসমেটিকস, জুতার দোকানগুলোতে চাপ বেড়ে যায়।
সোমবার (১৮ মে) ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিপনি বিতান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এরপর থেকে ঠাকুরগাঁও এর অনেক বাসিন্দা ঈদের কেনাকাটা করতে পঞ্চগড়ে আসতে শুরু করেন। ফলে বাড়তি চাপ পড়তে শুরু করে জেলা সদরের দোকানগুলোতে।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার (১৯ মে) জেলা প্রশাসক কার্যালয় আবারো দোকানপাট বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে। পরে এ বিষয়ে জেলা তথ্য অধিদপ্তরের পক্ষ থেকে দোকান বন্ধের প্রচারণা চালায় প্রশাসন।
তবে সব রকম দোকানপাট বন্ধ থাকবে এমনটি নয়। যে সব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে তা হলো- সকল প্রকার কাপড়ের দোকান, কাপড় তৈরির দোকান, জুতা ও কসমেটিক্স এর দোকান বন্ধ থাকবে।