
সাইফুল ইসলাম মুকুল, রংপুর প্রতিনিধি- গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে রংপুর, গাইবান্দা ও কুড়িগ্রাম জেলায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিক্যালের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে রংপুরে ৬ জন, গাইবান্দায় ৭ জন এবং কুড়িগ্রামে ৩ জন শনাক্ত হয়েছে। রংপুরের ৬ জন হলেন, রবার্টসনগঞ্জ- ১, পুলিশ লাইন্স- ১, ঠিকাদারপাড়া -১, সেনপাড়া- ১, রংপুর মেডিকেলের স্টাফ নার্স-১ ও উত্তম- ১ জন।
এছাড়াও কুড়িগ্রামের উলিপুরে ৩ জন,
গাইবান্দার সদরে-১ ও গোবিন্দগঞ্জে ৬ জন।