শাহ আলম শাহী, স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকেঃ দিনাজপুরের দক্ষিণ কোতোয়ালির দাইনুড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের ছোঁড়া রাবার বুলেটে রিপন (২০) নামে এক বাংলাদেশী যুবক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়ন পরিষদের দাইনুড় সীমান্তের দক্ষিণ প্রান্তে।
স্থানীয় এলাকাবাসী ও আহত রিপনের পরিবার জানায়, কৃষ্ণচন্দ্রের ছেলে রিপনসহ ৪/৫ জন সঙ্গি মিলে ভারতীয় সীমান্তের কাছাকাছি গেলে তাদের চলাফেরায় সন্দেহ হলে বিএসএফ রাবার বুলেট ছুঁড়ে। এতে রিপনের মাথার পেছনে রাবার বুলেট লাগলে সেখানে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে টহলরত বড়গ্রাম ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে। পরে তার পরিবারকে খবর দেয়।
রিপনের বড় ভাই প্রদীপ কুমার ঘটনাস্থলে গিয়ে বিজিবি’র সহযোগিতায় রিপনকে ঘটনাস্থল থেকে উদ্ধার আজ শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে রিপন বিজিবি’র হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সীমান্তে অহেতুক প্রবেশের অভিযোগে রিপনের বিরুদ্ধে মামলা হবে বলে জানা গেছে। রিপন বিরল ডিগ্রী কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র। এ বিষয়ে ফুলবাড়ী বিজিবি’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন।