
শাহ আলম শাহী, স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকেঃ দিনাজপুরে গেল ২৪ ঘন্টায় পুলিশের এক এসআই এবং হাসপাতালের এক নার্স সহ আরও নতুন করে ১১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে দিনাজপুরে মোট করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২৪ জনে।
অন্যদিকে আলোচিত ইব্রাহিমের রিপোর্ট আজ নেগেটিভ এসেছে। ইব্রাহিম দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের ব্যাক্তিগত গাড়ি চালক নয়। তবে ইব্রাহিম হুইপের পরিবারের অন্য সদস্যের গাড়ি চালক ছিলেন। হুইপ ইকবালুর রহিম এমপি’র ব্যক্তিগত গাড়ি চালক অন্যজন। তাছাড়া হুইপ ইকবালুর রহিম এমপি এখন সরকারি গাড়ি ব্যবহার করেন।
নতুন ১১ জনের মধ্যে ঘোড়াঘাট থানা পুলিশের একজন এসআই সহ ঘোড়াঘাটে ৭ জন, সদরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স, খানসামায় একজন, চিরিরবন্দরে একজন এবং হাকিমপুরে একজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২৪ জনে।
দিনাজপুরে এই প্রথম কোন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। পুলিশের এসআই করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম।
জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ৮৩ টি নমুনা প্রেরণ করা হয়, তার মধ্যে ৩ টি করোনা পজেটিভ এসেছে। অন্যদিকে ঢাকায় ৮৪ টি পরিক্ষাকৃত রিপোর্টের মধ্যে ৮ টি পজেটিভ এসেছে।