
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের সমাপনী পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায় উপজেলার রাজপাশা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের পরীক্ষার্থী আরিফা আক্তার(১৬) নামের এক পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
জানা গেছে, ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের বাসিন্দা মো. আনিস হাওলাদারের মেয়ে রবিবার প্রকাশিত এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগের ফলাফলে সে ৩.৫০ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছিল। কিন্তু ফলাফল সন্তোষজনক না হওয়ায় ওই দিনই ঘরে থাকা কিটনাশক ওষুধ পান করে আত্মহত্যার চেষ্টা করলে সে গুরুতর অসুস্থ হয়ে পরে।
স্বজনরা তাকে তাৎক্ষণিক ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে নিয়ে যায়। রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয় মৃতের মা শারমিন বেগম জানান, তার মেয়ে লেখাপড়ায় খুবই ভালো ছিল। পরীক্ষায় উত্তীর্ণ হলেও ফলাফলে সে সন্তুষ্ট হতে না পারায় বিষ পান করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ জানান, আরিফা মেধাবী ছাত্রী ছিল। তার রেজাল্ট আরো ভালো হওয়ার কথা ছিল। তার মৃত্যুটি খুবই বেদনাদায়ক। সোমবার সকালে নিজ বাড়ির মসজিদ মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।