
নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মাছ বোঝায় ট্রাক ও দুটি পিকাপের সংঘর্ষে ১ জন নিহত। আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার ভোররাতে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সোনাপুরে নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে, নওগাঁ, বগুড়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, মহাদেবপুর উপজেলার সোনাপুর নামক স্থানে মাছ ভর্তি পিকআপ ও দুটি কাভাডভ্যান মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। ঘটনাটি জানতে পেরে আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, আরো দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।