

ফরহাদ আকন্দ, স্টাফ রিপোর্টার- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নে কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে ২০ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া গ্রামে এ দুঘর্টনা ঘটে। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে আহতদের হাসপাতালে ভর্তি করে।
গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বখতিয়ার উদ্দিন বলেন, বগুড়া থেকে ছেড়ে যাওয়া গাইবান্ধাগামী কাজী পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করা হয়। আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।