
রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে পিতা শফিকুল ইসলাম শেখ (৩০) ও তার ছেলে রাকিব হোসেন (৮) নিহত হয়েছেন। মৃত শফিকুল ইসলাম ও রাকিব হোসেন উড়িয়া ইউনিয়নের কাবিলপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার সাদেকখার বাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম ও রাকিব হোসেন স্থানীয় সাদেকখার বাজার থেকে বাড়ি ফিরছেলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও তার পুত্র রাকিব হোসেনের মৃত্যু হয়।
উড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহাতাব উদ্দিন সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।